হবিগঞ্জে দুই ইউপির উপ-নির্বাচনে বিজয়ী যারা

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

হবিগঞ্জে দুই ইউপির উপ-নির্বাচনে বিজয়ী যারা

হবিগঞ্জের নবীগঞ্জের দেবপাড়া ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। এছাড়া মাধবপুরের নয়াপাড়া ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. জাবেদ বিজয়ী হয়েছেন।

মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নবীগঞ্জের দেবপাড়া ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী নৌকা প্রতীকে চার হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজ নাদির সুমন চশমা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৩১২ ভোট। এছাড়া সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮০০ ভোট।

তিনি আরো জানান, মাধবপুরের নয়াপাড়া ইউপির উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. জাবেদ ঘোড়া প্রতীকে পাঁচ হাজার ৮৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন তিন হাজার ২৭২ ভোট।

এর আগে সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল