হবিগঞ্জে প্রতিমা বিসর্জনে গিয়ে আইনজীবীর ১০ ভরি স্বর্ণালংকার হাওয়া

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৯

হবিগঞ্জে প্রতিমা বিসর্জনে গিয়ে আইনজীবীর ১০ ভরি স্বর্ণালংকার হাওয়া

সপরিবারে প্রতিমা বিসর্জনে যাওয়ার সুযোগে এক আইনজীবীর বাসায় ঢুকে ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল হাওয়া করেছে চোরের দল। মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরের সিনেমা হল রোডের ঝিলপাড়ের অ্যাডভোকেট সুধাংশু সূত্রধরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর জানান, তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে প্রতিমা বিসর্জন দেখতে গেলে পুরো বাসা ফাঁকা থাকে। আর এরই সুযোগে চোরেরা তিন তলায় বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসায় থাকা ১০ ভরি স্বর্ণালংকার, ৭০ হাজার টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, বাসায় কোনো লোকজন না থাকার সুযোগ নিয়েছে চোরচক্র। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল