হবিগঞ্জে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

হবিগঞ্জে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জ বজ্রপাতে শান্ত দাস (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্বকালনী গ্রামের বাসিন্দা সুশান্ত দাসের পুত্র। ওই কিশোরের মৃত্যুতে পরিবারের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

জানা যায়, শুক্রবার (৫জুলাই) সন্ধার দিকে উপজেলার বদলপুরের পূর্বকালনী গ্রামের বাসিন্দা সুশান্ত দাসের পুত্র শান্ত দাস গ্রামের পাশে মাঠে ফুটবল খেলায় অংশ গ্রহন করে। সন্ধ্যায় মাঠে ঝিরঝির বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ করে আকাশে বজ্রপাত দেখা দেয়। এ সময় বজ্রপাতের আঘাতে শান্ত দাস ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যুও খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়ে কিশোরের পিতা-মাতা। এতে তার পরিবারের লোকজন ও স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

মোহাম্মদ শাহ্ আলম (হবিগঞ্জ প্রতিনিধি) 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল