হবিগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

হবিগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সুজন মিয়া (২০)। সে ওই গ্রামের আফরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে সুজন তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক কলহে লিপ্ত হয়। এরপর সন্ধ্যায় বিষয়টির জের ধরে সে সকলের অগোচরে বিষপান করে। বিষ পান করে সুজন ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল