হবিগঞ্জে ভোক্তা অধিকার আইনে ছয় হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

হবিগঞ্জে ভোক্তা অধিকার আইনে ছয় হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের ভ্রাম্যমান আদালত। এর নেতৃত্বে ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম।

এসময় আব্দুর আহাদকে ৩, শাকভাত হোটেলকে ২ ও শেরাটন হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মুখপাত্র এএসপি ওবাইন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল