হবিগঞ্জে মাথা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

হবিগঞ্জে মাথা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচঙ্গের খোয়াই নদী থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার সুজাতপুর ইউপির শতমুখা এলাকার নদী অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই ধ্রুবেশ দাস জানান, খোয়াই নদীতে একটি মরদেহ দেখে পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই ধ্রুবেশ দাস আরো জানান, মাথা বিচ্ছিন্ন অবস্থায় লাশটি পাওয়া গেছে। ওই যুবতীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল