হবিগঞ্জে মেয়েকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

হবিগঞ্জে মেয়েকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত

সিলেটের দিনকাল ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনু মিয়া (৫৫) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত অনু মিয়া চুনারুঘাট উপজেলার ঈগলতলী গ্রামের প্রয়াত ইউসুফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনু মিয়ার তিন মেয়ে সৌদি আরব থাকেন। বড় মেয়ে সেলিনা আক্তার বুধবার সকাল ১০টায় দেশে এসেছেন। তাকে আনতে অনু মিয়া পরিবারসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে তাদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অনু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল