হবিগঞ্জে সিএনজি উল্টে বনাজি চিকিৎক এক নারী নিহত

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

হবিগঞ্জে সিএনজি উল্টে বনাজি চিকিৎক এক নারী নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর গ্যাসফিল্ট এলাকায় সিএনজি উল্টে তারা বানু নামে এক বনাজি চিকিৎক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে নিহত তারা বানু (৪৫) উপজেলার ইজ্জতপুর গ্রামের মৃত্যু আরফান উল্লাহ স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে আরো ও ৩ জন আহতদের কে উদ্ধার করে হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন। সেহেল মিয়া (৩৫), ইদ্রিছ আলী (৪৫), আব্দুর ছোবান (৫৫) স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে মিরপুর গ্যাসফিল্ট এলাকায় হাইলেন্টে সিএনজি উল্টে তারা বানু (৪৫) নামে এক বনাজি চিকিৎসক নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন নিহত তারা বানু মেয়ে সাজিদা বেগম জানান, গতকাল দুপুরে বনাজী ওষধ নিয়ে মিরপুরের যাচ্ছিলেন গ্যাসফিল্টের সামনে সিএনজিটি উল্টে যায় পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মুখলিছুর রহমান তাকে মৃত্যু ঘোষনা করে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মর্গে পাঠানো হয়

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল