১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৭২ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা।
বুধবার (৭আগষ্ট) দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মানী ভাতা বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে মেয়র মিজানুর রহমান বলেন, ‘খতিব, ঈমাম ও মুয়াজ্জিনরা আল্লাহ তা’য়ালার প্রিয় বান্দা’।
তিনি বলেন ‘আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এই পৌরসভাকে ঢেলে সাজাতে চাই। ’ ভয়াবহতামুক্ত হতে জু’মার খুৎবাতে জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা করতে খতিব ও ঈমামদের প্রতি অনুরোধ জানান। তিনি তাদের আলোচনায় পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এবং ড্রেনে অথবা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হতে বিরত থাকতে জনগন অনুপ্রানিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্মানী বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াৎ করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ।
সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। আলোচনা শেষে হবিগঞ্জ পৌরবাসী, পৌরপরিষদ, কর্মকর্তা-কর্মচারী তথা দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম। অনুষ্ঠান শেষে হবিগঞ্জ পৌরসভার ৭২ টি মসজিদের ১৩ জন খতিব, ৭২ জন ঈমাম ও ৫৭ জন মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হয়। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খতিব ও ঈমামদের ৪ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে সম্মানী ভাতা দেয়া হয়।
হবিগঞ্জ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D