২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :
হোটেলে পছন্দের রুম না পাওয়ায় আইপিএল খেলতে ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে গিয়েও দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না। তার মতো এ বছর আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হরভজন সিং।
শুক্রবার চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টকে আইপিএল না খেলার সিদ্ধান্ত জানান হরভজন। চেন্নাই সুপার কিংস আইপিএলের আসন্ন আসরে দলের এই অভিজ্ঞ তারকা দুই ক্রিকেটারের সার্ভিস পাবে না।
রায়না যখন আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন তখন চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে এ বছর আইপিএল খেলবেন না রায়না। পরে জানা যায়, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো হোটেলে ব্যালকনিসহ রুম না পাওয়ায় আইপিএল না খেলেই দেশে ফিরেছেন রায়না।
এখন হরভজন সিংয়ের ব্যাপারেও বলা হচ্ছে ব্যক্তিগত কারণে তিনি এ বছর আইপিএল খেলবেন না। হয়তো পরে জানা যাবে হরভজন কেন এ বছর আইপিএল খেলা থেকে নিজেকে বিরত রাখছেন।
ভারতে তুলনামূলক করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় এ বছর আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের ১৩তম আসর শুরু হবে। তার আগেই দলের দুইজন সিনিয়র ক্রিকেটারের না খেলার সিদ্ধান্তে বড় হোঁচট খেল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।
আইপিএল শুরুর আগে ক্রিকেটারদের তিনবার বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হবে। প্রথম টেস্টেই চেন্নাই সুপার কিংসের ১৩ জনের শরীরে করোনা পজিটিভ আসায় দুশ্চিন্তায় পড়ে যায় টিম ম্যানেজমেন্ট। এখন রায়না আর হরভজনের না খেলার সিদ্ধান্তে আরও একটি ধাক্কা খেল চেন্নাই।
চেন্নাই সুপার কিংসের তিনবারের শিরোপা জয়ে অনন্য অবদান রাখেন সুরেশ রায়না ও হরভজন সিং। আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রায়না। অন্যদিকে লাসিথ মালিঙ্গা আর অমিত মিশ্রর পর আইপিএলের তৃতীয় সর্বোচ্চ ১৫০ উইকেট শিকার করেছেন হরভজন সিং।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D