হরিপুর বাজারের ইজারাদারকে নিয়ে অপপ্রচার

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

হরিপুর বাজারের ইজারাদারকে নিয়ে অপপ্রচার

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের ইজারাদার আব্দুল খালিক ও রুবেল আহমদকে নিয়ে একটি পত্রিকায় অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুল খালিক জানান, তিনি হরিপুর বাজার বাংলাদেশ সরকারের কাছ থেকে ৬২ লক্ষ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন। বর্তমানে ইজারার সকল নিয়ম মেনেই চলছে বাজারটি। কিন্তু একটি চক্র কয়েক দিন থেকে বাজারের গরু ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে। চাঁদার প্রতিবাদ করছেন আব্দুল খালিক ও রুবেল। যার ফলে এই চক্রটি তাদের বিরুদ্ধে একটি আন্ডাগ্রউন্ড পত্রিকায় তাদের জড়িয়ে সম্পর্ণ ভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। যে সংবাদটি প্রকাশ করায় তাদের বাজারের ইজারা নিয়ে সমস্যা হচ্ছে। আব্দুল খালিক ও রুবেল কোন চোরাচালানীর সাথে জড়িত নয়। উক্ত অপপ্রচার ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হরিপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ। বিজ্ঞপ্তি