২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
অনলাইন ডেস্ক:
মুক্তির অপেক্ষায় থেকে আটকে গেছে মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’ কিংবা ‘স্যাটারডে আফটারনুন’ সিনেমাটি। ২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজানে জঙ্গি হামলার মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ওই ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করায় এবার লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীকে। শুধু তাকেই নয়, লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে ছবিটির সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও।
বাংলাদেশ-ভারত-জার্মান ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় চলচ্চিত্রকার মহেশ ভাটকেও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বুধবার ল ফার্ম ‘লিগ্যাল কাউন্সিল’ এ নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
‘লিগ্যাল কাউন্সিল’র অন্যতম স্বত্বাধিকারী ব্যারিস্টার মিতি সানজানা জানান, অবিন্তা কবির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক মিসেস রুবা আহমেদের পক্ষে তারা আইনি নোটিশটি পাঠিয়েছেন। হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনায় মেয়ে অবিন্তা কবিরকে হারিয়েছেন রুবা আহমেদ।
লিগ্যাল কাউন্সিলের ব্যারিস্টার মিতি সানজানা এবং ব্যারিস্টার ওমর এইচ খান জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এই নোটিশ দেয়া হয়েছে। ফারুকীসহ সিনেমাটির বাংলাদেশি প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও জার্মানের প্রযোজক টেন্ডেম প্রডাকশন এবং ভারতের তিন চলচ্চিত্রকার মহেশ ভাট, অগ্নিদেব চ্যাটার্জি ও গুলপানাংকের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
ব্যারিস্টার মিতি সানজানা বলেন, ওনাদের মেয়েকে নিয়ে কোনো চলচ্চিত্র বা কোনো ধরনের ভিজ্যুয়াল নির্মাণ হোক সেটি তারা চান না। ভারতীয় নির্মাতা মহেশ ভাট তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের আপত্তির কথা জানিয়েছেন। একই সঙ্গে এই বিষয়ে যেখানে যারাই কাজ করছে বা করবে তাদের আমরা আমাদের মক্কেলের অবস্থান জানিয়ে দেব। প্রয়োজনে অন্যান্য আইনি পদক্ষেপ নেব।
নোটিশের ব্যাখ্যায় ব্যারিস্টার ওমর এইচ খান বলেন, ‘২০১৬ সালের ওই জঙ্গি হামলার ঘটনার মতো মর্মান্তিক আর কিছুই নয়। ওই ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের অপূরণীয় ক্ষতি ও কষ্ট কারও পক্ষে মাপা সম্ভব নয়। তাই আমরা মনে করি, স্বজনহারা এসব ভুক্তভোগীকে বিরক্ত করে বা তাদের এই শোকের স্মৃতি মনে করিয়ে দেয়াটা অমানবিক।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি– এ ঘটনা নিয়ে কোনো চলচ্চিত্র প্রকাশ হলে সেটি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করবে। হলি আর্টিজানে হামলা নিয়ে কোনো রকম সিনেমা নির্মাণ না করার জন্য অনুরোধ করছি আমরা।’
ব্যারিস্টার ওমর এইচ খানের এমন সব যুক্তি ও নোটিশের জবাব বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমাদের আইনজীবী এই নোটিশের কাউন্টার নোটিশ পাঠাবে। এরই মধ্যে কাউন্টার লিগ্যাল নোটিশ প্রস্তুত করা হয়েছে বলে জানি। শিগগিরই তাদের কাছে নোটিশের জবাব পৌঁছে যাবে।’
এদিকে নোটিশ পাওয়া মাত্রই জবাব দিয়েছেন ভারতীয় চলচ্চিত্রকার গুলপানাং। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘বিষয়টি আমার বোধগম্য হয়েছে। হলি আর্টিজান নিয়ে কোনোরকম চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত থাকব। আশা করছি বাকিরাও বিষয়টি বিবেচনা করবেন।’
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নামি ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে ও পুরস্কৃত হচ্ছে। বুধবার সকালে প্যারিসের ভেসুল উৎসবে অংশ নিয়ে দুটি পুরস্কার অর্জন করেছে।
গত বছরের মে মাসে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। পেয়েছে দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কারও। ছবিটি সিডনি চলচ্চিত্র উৎসব, বুসান ফিল্ম ফেস্টিভ্যাল ও হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিয়েছে। তবে দেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় ছবিটি।
‘শনিবার বিকেল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D