হাজার হাজার দর্শকদের সমাগনে রাজাগঞ্জ ফুটবল খেলার ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

হাজার হাজার দর্শকদের সমাগনে রাজাগঞ্জ ফুটবল খেলার ফাইনাল সম্পন্ন

জুনেদ আহমদ:
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ১ম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বুধবার রাজাগঞ্জ নয়াবাজারের মাঠে ফাইনাল খেলায় মা ও মাটি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়াই করে এফ এম গ্রুপ খালপাড়। হাড্ডা-হাড্ডি লড়াই গড়াই ট্রাইবেকারে। ট্রাইবেকারে মা ও মাটি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে এফ এম গ্রুপ খালপাড় বিজয় অর্জন করে।

রাজাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুর রহমান জামিল। প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

ফাইনাল খেলায় অতিথিরা বলেন, ফুটবল খেলা মানুষকে হিংসা বিবেদ ভুলে একত্রে মিলিত করে। খেলাধুলা মানুষকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ্য রাখে। যারা নিয়মিত খেলাধুলা করে তারা কখনই মাদকাসক্ত ও খারাপ কাজে জড়িত হয়না। যুবকদেরকে খেলাধুলায় আগ্রহী করতে পৃষ্টপোষকতায় সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। ফাইনাল খেলাটি একটি উপভোগ্য হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে আন্তরিক ভাবে অভিবাদন জানিয়েছেন অতিথিবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা বাহার আহমদ, সাংবাদিক আব্দুল আলিম সাগর, সায়েম আহমদ, এম নিজাম উদ্দিন, বিলাল আহমদ, সুহেল রানা, আব্দুস শহীদ, মাহবুবুল হক চুনু, ইসমাইল মাস্টার প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে সোনার ও রুপার ট্রপি বিতরণ করেন অতিথিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল