হাতির আক্রমণে দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, আহত ৩

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯

হাতির আক্রমণে দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, আহত ৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাতির আক্রমণে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে একটি ট্রাকও ভেঙে দেয় হাতিটি।

সোমবার (২১ অক্টোবর) সকালে কুলাউড়া উপজেলার আদাআদি টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে কুলাউড়া-ফুলতলা পাহাড়ি সড়কে আদাআদি নামক স্থানে হাতিটি অবস্থান নেয়। এ সময় ট্রাকযোগে ২০-২৫ জন বাঁশ মহালের শ্রমিক পাহাড়ে যাওয়ার সময় ট্রাকটি হাতির সামনে পড়ে। এরপর ট্রাকটিকে ধাওয়া করে হাতি।

এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হয় ট্রাকে থাকা ৩ শ্রমিক। তারা হলেন- কাইয়ুম আহমদ (১৮), কাছিম আলী (৬২) ও সিপার মিয়া (৪০)।

কুলাউড়া রেঞ্জের বিট অফিসার রিয়াজ উদ্দিন জানান, হাতির বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। খুব দ্রুত হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

কুলাউড়া প্রতিনিধি