১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১
অনলাইন ডেস্ক :: জাতীয় সংসদের সিলেট-৩ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার পদপ্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিপুল বিজয়ে দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ- বালাগঞ্জের নবনির্বাচিত সাংসদ হাবিবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন নবনির্বাচিত সাংসদকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন এবং সিলেট-৩ আসনের সকল জনগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
জননেতা হাবিবুর রহমান হাবিব এর নিরঙ্কুশ বিজয়ে নেতৃবৃন্দ বলেন, এ বিজয় বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা ও নৌকা মার্কার বিজয়। এ বিজয় উন্নয়নের বিজয়। এ বিজয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিজয়। এই বিজয় দেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিজয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার বিজয়। উপনির্বাচনেও অত্র এলাকার জনগণ তাদের রায় বিশ্ব মানবতার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার পক্ষে দিয়েছেন। জনগণ মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায়। সেজন্য দক্ষিণ সুরমা -বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ এর জনগণ জননেতা হাবিবুর রহমান হাবিবকে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছে। সিলেট-৩ আসনকে নান্দনিক রূপে গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জননেতা হাবিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের পাশেই থাকবে।
সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের প্রচারণা উপকমিটির দায়িত্বপ্রাপ্ত ৯টি টিমকেও ধন্যবাদ জানিয়েছেন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দের নেতৃত্বে উপকমিটির নেতৃবৃন্দ প্রচার-প্রচারণা সহ নির্বাচনের বিভিন্ন কর্মকান্ডে ভূমিকা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D