র‍্যাংকিংয়ে ১৩ নাম্বার দলের সাথে
হার দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার

প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>র‍্যাংকিংয়ে ১৩ নাম্বার দলের সাথে</span> <br/> হার দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্কঃঃ প্রথমার্ধে দৃষ্টিকটু ফুটবল খেলা আর্জেন্টিনা বিরতির পর ছন্দে ফেরার আভাস দিয়েছিল। তবে তাদের বেশ কিছু সুযোগ নষ্টের মাঝে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া। শেষ দিকে আদায় করে নেয় আরও একটি। তাতে হার দিয়ে কোপা আমেরিকায় যাত্রা শুরু হলো লিওনেল স্কালোনির দলের।

সালভাদরে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় ফিফা র‍্যাংকিংয়ে ১৩ নাম্বার দল কলম্বিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল