১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সমালোচনা করে বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য রেখেছেন তা প্রতিহিংসাপরায়ন ও বিকারগ্রস্ত। সেখানে ছিল ব্যক্তিগত গালিগালাজ। তিনি নিজেকে খুব উঁচু ভাবেন আর অন্যদের খুব নীচু ভাবেন।’
শুক্রবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ওনার (শেখ হাসিনা) হাতে ক্ষমতা আছে, তা দিয়ে তিনি মিছিলের উপর, জনগণের অধিকারের পক্ষে কথা বলার উপর নিষ্ঠুর দমন প্রক্রিয়া চালাতে পারেন। কিন্ত এটা সব সময় যে সফল হবে তার কোনো কারণ নেই।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার নিজেদের অধীনে নির্বাচন করতে চাইলে তারা নিজের কবর নিজেই রচনা করবে। কারণ ওই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কোনো মানেই থাকবে না।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনার অধীনে যত নির্বাচন হয়েছে তা রক্তাক্ত নির্বাচন, ভোট কেড়ে নেয়ার নির্বাচন, ভোটকেন্দ্র দখলের নির্বাচন। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।’
আগামী ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বলে সাংবাদিকদের জানান রিজভী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D