হেরেও ফাইনালে সালমারা, জাহানারার বিদায়

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

হেরেও ফাইনালে সালমারা, জাহানারার বিদায়

স্পোর্টস ডেস্ক :::
নারীদের আইপিএলখ্যাত উইমেন্স টি-টোয়েন্টিতে ফাইনালে পৌঁছল বাংলাদেশের সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্স।

যদিও শেষ ম্যাচে সুপারনোভাসের কাছে হেরেছে ট্রেইলব্লেজার্স। আর হেরেও ফাইনাল নিশ্চিত করেছে সালমার দল। তবে সালমাদের হারের কারণে ক্ষতিটা হয়েছে জাহানারা আলমের ভেলোসিটির।

লিগকে বিদায় জানাতে হয়েছে তাদের।

শনিবার শারজায় লিগ পর্বের শেষ ম্যাচে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুপারনোভাসের কাছে মাত্র ২ রানে হারে ট্রেইলব্লেজার্স।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করে সুপারনোভাস। চামারি আতাপাত্তু ৪৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন। অধিনায়ক হারমাপ্রিত কউর ৩১ ও প্রিয়া পুনিয়া ৩০ রান করেন।

জবাবে ১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের পথেই ছিল সালমার ট্রেইলব্লেজার্স। কিন্তু তীরে এসে তরী ডোবায় সালমার দলের ব্যাটসম্যানরা।

শেষ দিকে তালগোল পাকিয়ে ৫ উইকেট হাতে রেখেও ১৪৪ রানে থেমে যায় ট্রেইলব্লেজার্সের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল সালমাদের। কিন্তু তারা তুলতে পারেb ৭ রান। দলটির পক্ষে দীপ্তি শর্মা অপরাজিত ৪৩ রান করেন।

দল ব্যর্থ হলেও বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন ছিলেন উজ্জ্বল।

চার ওভারে ২৫ রানে 1 উইকেট নেন তিনি। সফলতা আরও পেতেন হয়তো। তবে পঞ্চম বোলার হিসেবে সালমার ডাক পড়ে।

আর হাতে বল পেয়েই প্রিয়া পুনিয়াকে ফিরিয়ে প্রতিপক্ষের প্রথম উইকেট এনে দেন সালমা।

এবারের আসরে তিন দলই ১টি করে জয় পেয়েছে, হেরেছে একটি করে। তবে নেট রানরেটে পিছিয়ে পড়ে বিদায় নিতে হয়েছে জাহানারার ভেলোসিটিকে।

সোমবার আসরের ফাইনালে শারজায় ফের সুপারনোভাসের মুখোমুখি হচ্ছে ট্রেইলব্লেজার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল