হেলমেটে বল লেগে ইনজুরি, সিরিজ শেষ জাদেজার

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

হেলমেটে বল লেগে ইনজুরি, সিরিজ শেষ জাদেজার

খেলাধুলা : অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতে হেলমেটে বল লাগার পর ইনজুরিতে পড়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদজা। এমনকি বাকি ম্যাচগুলোতেও আর দেখা যাবে না তাকে। তার বদলে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার শার্দুল ঠাকুরকে।গতকাল শুক্রবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিচেল স্টার্কের একটি শর্ট বল জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে লাগে হেলমেটে। সেই আঘাতের পরেও ব্যাটিং চালিয়ে যান জাদেজা। ২৩ বলে ৪৪ রানের এক ঝড়ো ইনিংসের মাধ্যমে ভারতের রান নিয়ে যান ১৬৭ তে। এ সময় তিনি স্বাচ্ছন্দে ব্যাট করতে পারেননি।ম্যাচের পর ভারতীয় দলের মেডিকেল টিম জানায়, মাঝবিরতিতে পরীক্ষা করে জাদেজার কনকাশন নিশ্চিত হওয়া গেছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। পরবর্তীতে আবার স্ক্যান করে নেওয়া হবে সিদ্ধান্ত।জাদেজার সেই কনকাশন বদলি নিয়ে বিতর্কও চলছে। ম্যাচের সময়ই ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে কথা বলতে দেখা যায় অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। সেখানে ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চও। ল্যাঙ্গারের অভিব্যক্তিতে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট।বদলি নেমে চেহেলই বদলে দেন ম্যাচের মোড়। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে দারুণ শুরু করলেও চেহেলের বোলিংয়েই তারা পথ হারায়। ভারতের ১১ রানের জয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা এই লেগ স্পিনারই।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল