হোল্ডার কি ইনিংস পরাজয় এড়াতে পারবেন?

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

হোল্ডার কি ইনিংস পরাজয় এড়াতে পারবেন?

স্পোর্টস ডেস্ক

হ্যামিল্টনের মতো ওয়েলিংটন টেস্টেও ইনিংস পরাজয়ের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৪৬০ রানের জবাবে ১৩১ রানে অলআউট ক্যারিবীয়রা। ফলোঅন এড়াতে নেমে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পড়ে যায় তারা।

তৃতীয় দিনের খেলা শেষে উইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৪৪ রান। ৬০ ও ২৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক জেসন হোল্ডার ও ডি সিলভা। এখনও ৮৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। সোমবার চতুর্থ দিনের প্রথম সেশনে হোল্ডার ও সিলভা যদি সামাল দিতে পারেন তাহলে ইনিংস পরাজয় এড়ানো সম্ভব হতে পারে ক্যারিবীয়দের। এর ব্যতিক্রম হলে হ্যামিল্টনের মতো ওয়েলিংটনেও ইনিংস পরাজয়ের লজ্জায় পড়বে উইন্ডিজ।

রোববার আগের দিনের করা ১২৪/৮ রান নিয়ে ফের ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। এদিন মাত্র ৭ রান যোগ করতেই সাজঘরে ফেরেন সিলভা ও শ্যানন গ্যাব্রিয়েল। তাদের বিদায়ের মধ্য দিয়ে ১৩১ রানে অলআউট হয় উইন্ডিজ।

৩২৯ রানে পিছিয়ে থেকে ফলোঅন এড়াতে নেমেও বিপদে পড়ে যায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে স্কোর বোর্ডে মাত্র ৪১ রান যোগ করতেই উইকেট হারান ক্রেগ ব্রাথওয়েট ও ড্যারেন ব্রাভো। তৃতীয় উইকেটে সামারা ব্রুকসকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন ওপেনার জন ক্যাম্পবেল। এরপর মাত্র এক রানের ব্যবধানে নেই সামারা ব্রুক (৩৬) ও রোস্টন চেজের উইকেট। ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। তার আগে করেন আট চারে ৬৮ রান।

এরপর জার্মেইন ব্লাকউডের সঙ্গে ৩৬ রানের ‍জুটি গড়েন জেসন হোল্ডার। ২০ রান করে ফেরেন ব্লাকউড। সপ্তম উইকেটে ডি সিলভাকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৭৪ রানের ‍জুটি গড়েছেন অধিনায়ক হোল্ডার। সোমবার দিনের প্রথম সেশনটা এই জুটি সামাল দিতে না পারলে ইনিংস পরাজয়ের শঙ্কা থেকেই যাচ্ছে।

সোমবার দিনের শুরুতে হোল্ডার আউট হলে লেজের ব্যাটসম্যানরা দলকে কতোটা সার্ভিস দিতে পারবেন তা হলফ করে বলা মুশকিল।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে ইনিংস ও ১৩৪ রানের ব্যবধানে হেরে যায় সফরকারী উইন্ডিজ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল