Social Bar

১০৫ জনের সবাই ‘করোনা নেগেটিভ’

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

১০৫ জনের সবাই ‘করোনা নেগেটিভ’

স্পোর্টস ডেস্ক

আগের পরীক্ষায় পজিটিভ এসেছিল জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহীর। তবে এবার ফল সবারই নেগেটিভ এসেছে।

বুধবার ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ৩২ স্টাফসহ ১০৫ জনের করোনা টেস্ট করানো হয়।

১০৫ জনের সবার রিপোর্টে ফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার এই সুখবর জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আপনাদের সুসংবাদ দিচ্ছি যে, আমরা বাংলাদেশ ক্রিকেটের ১০৫ জনের করোনা টেস্ট করিয়েছিলাম। সবার নমুনার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ এখন জাতীয় দলের ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ ও হোটেল স্টাফদের সবাই করোনামুক্ত। সবাই নিশ্চিন্তে অনুশীলনে যোগ দিতে পারবে।’

যুব ক্রিকেটারদের ব্যাপারেও সুখবর রয়েছে বলে জানান এই বিসিবিপ্রধান চিকিৎসক।

তিনি বলেন, জাতীয় দলের সঙ্গে বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের আগে যুবদলের (অনূর্ধ্ব-১৯) ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের বেলায়ও নেগেটিভ ফল এসেছে। অনুশীলন ক্যাম্পের কার্যক্রম শুরু করতে এখন আর কোনো বাধা রইল না।

এমন দুই সুখবরের পর আজ দুপুর আড়াইটা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুশীলন পর্ব।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News