১০৬ বছরের রেকর্ড ভাঙলেন ফ্রান্সের বিস্ময়বালক

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

১০৬ বছরের রেকর্ড ভাঙলেন ফ্রান্সের বিস্ময়বালক

স্পোর্টস ডেস্ক

স্পেনের আনসু ফাতির মতো এদোয়ার্দো কামাভিঙ্গাকে ফ্রান্সের বিস্ময় বালক বলা হয়। ১৭ বছর বয়সেই একের পর এক ইতিহাস গড়ে চলেছেন এই ফরাসি মিডফিল্ডার।

বুধবার রাতে ইউক্রেনের জালে ৭ বার বল জড়ানোর ম্যাচের প্রথম চমকটা তিনিই দেখালেন।

এদিন দুর্দান্ত এক ওভারহেড ফ্লিকে ম্যাচের নবম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন কামাভিঙ্গা।

আর ওই গোলের সুবাদে ইতিহাসে নতুন করে নিজের নাম লেখালেন কামাভিঙ্গা। পরিসংখ্যান বলছে, ১০৬ বছরের মধ্যে ফ্রান্সের হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন এদোয়ার্দো কামাভিঙ্গা।

এর আগে ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফরাসি জার্সি গায়ে মাঠে নামেন কামাভিঙ্গা।

সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে মাত্র ১৭ বছর ৩০৩ দিন বয়সে অভিষেক হয় রেনে তারকার।

বুধবার রাতে স্তাদে দি ফ্রান্সে কামাভিঙ্গার গোলের পর জোড়া গোল করেন অলিভার জিরু। তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে আর অভিজ্ঞ আঁতোয়া গ্রিজম্যান একটি করে গোল করেন।

জবাবে ইউক্রেনের ভিক্টর তাইশাঙ্কোভ একটিমাত্র গোল শোধ করেন।

ম্যাচে ৭-১ গোলে ইউক্রেনকে নাস্তানাবুদ করে ছাড়ে ফ্রান্স।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল