১৪ বছরের খরা কাটল আর্সেনালের

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

১৪ বছরের খরা কাটল আর্সেনালের

স্পোর্টস ডেস্ক

রোববার রাতটা স্মৃতিময় আর্সেনালের জন্য। এদিন ১৪ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয় পেল দলটি। আর এই জয়ের নায়ক আর্সেনাল ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং।

তার একমাত্র জয়সূচক গোলে স্বাগতিকদের মাঠে ম্যান ইউকে বধ করল মিকেল আর্তেতার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউর মাঠ মানে পরাজয় নিয়ে ফেরা।

২০০৬ সালের পর এমন সমীকরণ নিয়েই রোববার মাঠে নেমেছিল আর্সেনাল। আর চলতি মৌসুমে টানা ৫ ম্যাচ গোলশূন্য থাকা অবামেয়াংই তুরুপের তাস হয়ে উঠলেন। গ্যাবোন জাতীয় দলের এই ফরোয়ার্ড গোলের খরা কাটিয়ে ম্যাটটিকে স্মরণীয় করে রাখলেন।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন অবামেয়াং। সেই গোল আর শোধ দিতে পারেনি ম্যান ইউ। ১-০তে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে আর্সেনাল। আর ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ম্যানইউ। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল