১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

মৌলভীবাজারে শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে জেলা প্রশাসন ও দলীয় বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে মৌলভীবাজার সরকারী স্কুল মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচীর শুভসূচনা করা হয়। একটি শোক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এসে আলোচনায় মিলিত হয়। প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন,জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান,পুলিশ সুপার ফারুক আহমেদ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজবাহুর রহমান,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সোয়েব মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

মৌলভীবাজার প্রতিনিধি