১৯৮২ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মারা গেছেন

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

১৯৮২ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মারা গেছেন

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

৮ ডিসেম্বর মারা গেলেন আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপে ফাইনালে নিয়ে যাওয়া কোচ আলেসান্দ্রো সাবেলা।

এবার না ফেরার দেশে পাড়ি জমালেন ইতালির বিশ্বকাপজয়ী তারকা পাওলো রসি। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বৃহস্পতিবার ভোরে রসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালির টিভি চ্যানেল আরএআই স্পোর্টস। ওই টিভিতে ক্রীড়া বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন রসি।

বিষয়টি নিশ্চিত করে আরএআই স্পোর্টের উপস্থাপক এনরিকো ভারিয়ালে টুইটে লেখেন– ‘পাওলো রসি আমাদের ছেড়ে চলে গেছেন। এটি বড় এক দুঃসংবাদ। রসি অবিস্মরণীয় ফুটবলার, যিনি ‘৮২ সালের গ্রীষ্মে আমাদের প্রেমে ফেলেছিলেন। তার আত্মার শান্তি কামনা করছি।’

১৯৮২ সালের বিশ্বকাপ মাতিয়েছিলেন রসি। ওই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। ৬ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি।

তার অসাধারণ নৈপুণ্যে ভর করে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জেতে ইতালি, যা ছিল দেশটির তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়।

পাওলো রসি ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে দুই বছরের জন্য নিষিদ্ধ থাকার পর ৮২ সালের বিশ্বকাপে ফেরেন। ফিরেই বাজিমাত করে দেন।

তথ্যসূত্র: গার্ডিয়ান, টুইটার

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল