১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক:: সিলেট দক্ষিণ সুরমার ১ নং মোল্লার গাঁও ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান হাজী শেখ মো: মকন মিয়ার বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে এক বিদায়ী আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৬ জানুয়ারি) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে এডভোকেট আব্দুর জব্বার বলেন, আজকের শীতের সন্ধ্যায় আমারও সবার প্রিয় মানুষ বিদায় নিতে চলছে। তিনি বলেন বিদায় কিসের। আপনারা সেবাই ভালোবাসেন বলে এ আয়োজন করেছেন। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আমি ছোট থেকে থাকে চিনি জানি, সে এত অসুখ নিয়ে সবার বিপদে পাশে থাকে। এমনকি সে অত্যন্ত আর্দশিক একজন মানুষ। আর এই আদর্শ নিয়ে বাঁচা উচিত চলা উচিত। কারণ সবাই আমরা এ দেশের নাগরিক। আজকের দিনে যারা নীতিভ্রষ্ট হয় তাদের দারা দেশের উন্নয়ন হয় না হবে না। কিন্ত সকর পাপের মুখে মকন মিয়া তার নীতিভ্রষ্ট করেন নি। তিনি আরো বলেন আল্লাহর দান ছাড়া নেতা হওয়া যায় না।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিসিকের ২৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আহমদ আজম খান বলেন,সিলেট বিভাগের সালিশ ব্যাক্তিত্ব , মানষের বিপদে আপদে যিনি এগিয়ে থাকেন তার বিদায়ে সংবর্দনার আয়োজন করছেন। আমি দোয়া করবো আজ নয় উনার শেষ বিদায়ে বিদায় জানাবো আমরা। তিনি বলেন, মকন মিয়ার কথা বলে শেষ করা যাবে না। আজ যারা এই বিদায়ে আসছেন সবাই হৃদয়ের ঠানে এসেছেন। আমার যতোদিন থাকবেন আমাদের বিপদে যেনো পাশে পাই এমন কথা বলেন তিনি। ১০ ইউনিয়নের জন্য আমরা মকন মিয়াকে নিয়ে আন্দোলন করছি। তার কৃত্বিত্ব বলে শেষ হওয়ার নয়। আমরা দেশের স্বার্থে এক হয়ে চলবো।
আলোচনা সভায় আলহামরার অনামকিা শাড়িঘরের ডিরেক্টর লিমন আহমেদ বক্তব্যে বলেন, মকন মিয়া চেয়ারম্যান একজন স্বনামধন্য ব্যাক্তি। সিলেটের সবাই এক নামে তাকে সালিশি ব্যাক্তি হিসেবে চিনেন। আপনারা খুব ভাগ্যবান এরকম একজন মানুষ পেয়ে। যেই আসুন না কেনো আমরা যেনো মকন মিয়া চেয়ারম্যানের সকল দিকনির্দেশনা ফলো করি।
এবিএ/২৭ জানুয়ারি
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D