২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
খেলাধুলা : ভারত বোর্ডের কাজকর্ম সামলাতে সর্বদা ব্যস্ত থাকতে হয় সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। করোনাকালীন পরিস্থিতিতেও বোর্ডের প্রয়োজনে দেশে-বিদেশে ঘুরে বেড়িয়েছেন সাবেক এই ভারত অধিনায়ক। আর এই কারণেই গত চার মাসে ২২ বার করোনা টেস্ট করিয়েছেন সৌরভ!ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, একটি প্রমোশনাল ইভেন্টের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সৌরভ বলেন, ‘শেষ সাড়ে চার মাসে (আমার) ২২ বার কোভিড টেস্ট হয়েছে। একবারের জন্যও পজিটিভ আসেনি। আমার ঘনিষ্ঠ মহলে কোভিড-১৯ ধরা পড়েছিল। সে কারণেই একাধিকবার টেস্ট করাই। বয়স্ক মায়ের সঙ্গে থাকি। দুবাইয়ে আইপিএলের আয়োজনে গিয়েছিলাম। সেই সময়ে বেশ চিন্তিত ছিলাম। শুধু আমার জন্য নয়, আমার নিজস্ব বৃত্তের জন্যও।’ভারতে করোনার প্রকোপ বেশি হওয়ায় দুবাইতে আইপিএলের আয়োজন করেন সৌরভ। নিরাপদভাবে এত বড় টুর্নামেন্ট আয়োজন নিয়ে ক্রিকেট মহলে প্রশংসিত হয়েছেন সাবেক এই ক্রিকেটার।আইপিএলের আয়োজন নিয়ে সৌরভ বলেন, ‘বায়ো বাবলে চারশর বেশি মানুষ ছিল। আড়াই মাসের মধ্যে ৩০-৪০ হাজার টেস্ট করা হয়েছে, যাতে প্রত্যেকে সুস্থ থাকেন। অনেকেই আইপিএলের সাফল্যের কথা বলছেন। আমি তাঁদের বলেছি, আইপিএল কী, দেখার জন্য ভারতে আসতে হবে।’একই সঙ্গে বিরতি কাটিয়ে ভারতের ঘরোয়া লিগগুলো খুব দ্রুতই শুরু করার বার্তা দিয়ে রাখলেন সৌরভ, ‘ঘরোয়া ক্রিকেট দ্রুত চালু করা হবে। ইংল্যান্ড ক্রিকেট দল ভারত সফরে আসছে চার টেস্ট, তিনটে ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলার জন্য। এখন দ্বিপক্ষীয় সিরিজ তুলনামূলকভাবে আয়োজন করা সহজ।’আইপিএলে দল বাড়ানো হবে কি না, তা নিয়েও কিছুদিন ধরে চিন্তা ভাবনা চলছে বিসিসিআইয়ে। এ ব্যাপারে সভাপতির বক্তব্য, ‘৯ বা ১০ দল হলে আয়োজন করা একটু কঠিন। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। অনেকেই করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা বলছেন। দিল্লি-মুম্বাইতে হঠাৎ করে কোভিড আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হয়েছে। আমাদের আপাতত পরিস্থিতি বিবেচনা করতে হবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D