২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ২২ হাজার রানের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক রোববার সিডনির ক্রিকেট গ্রাউন্ডে ৮৭ বলে ৮৯ রান করার মধ্য দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন।
টেস্টের সাদা পোশাকে ৮৬ ম্যাচ খেলে ২৭টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ২৪০ রান করেছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটের ২৫০ ম্যাচে ৪৩টি সেঞ্চুরিতে ১১ হাজার ৯৭৭ রান করেছেন তিনি। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮২ ম্যাচে ২ হাজার ৭৯৪ রান করেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে কোহলির রান হল ২২ হাজার ১১।
আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ১০০টি সেঞ্চুরিতে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৩৫৭ রান সংগ্রহ করেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
দ্বিতীয় সর্বোচ্চ ২৮ হাজার ১৬ রান করেন শ্রীলংকার কিংবদিন্ত কুমার সাঙ্গাকারা। তিনি ৫৯৪ ম্যাচে ৬৩ সেঞ্চুরিতে এ রান করেন।
তৃতীয় সর্বোচ্চ ২৭ হাজার ৪৮৩ রান সংগ্রহ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। ২৫ হাজার ৯৫৭ রান করে চতুর্থ পজিশনে রয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
রান সংগ্রহে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পজিশনে থাকা জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড় ও ব্রায়ান লারা যথাক্রমে ২৫৫৩৪, ২৪২০৮ ও ২২ হাজার ৩৫৮ রান করেন।
রান সংগ্রহে অষ্টম পজিশনে রয়েছেন বিরাট কোহলি। তিনি ইতোমধ্যে ২২ হজার ১১ রান করেছেন। কোহলি যে গতিতে রান করে যাচ্ছেন ফিটনেস ঠিক থাকলে হয়তো কিংবদন্তি শচীনকেও ছাড়িয়ে যেতে পারেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D