সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
স্পোর্টস ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফিউচার ট্যুর প্লান অনুসারে আগামী বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ঢাকা সফরে বাবর আজমরা টাইগারদের সঙ্গে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।
সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আজহার আলীর নেতৃত্বাধীন দলটি।
তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করলেও দ্বিতীয় খেলায় আজহার আলীর ডাবল সেঞ্চুরিতে ৩২৮ রানের বড় ব্যবধানে জয় পায় মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলে আসে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই টেস্টে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি।
এরপর দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ইনিংস ও ১০৬ রানে জয় পায় বাংলাদেশ। চলতি বছরই টাইগারদের সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল কিন্তু করোনার কারণে সব ভেস্তে যায়।
সবশেষ শ্রীলংকা সফর হওয়ার কথা থাকলেও লংকান বোর্ডের কঠিন শর্তের কারণে সফর স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর টাইগারদের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।
মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) হচ্ছে না। তবে ক্রিকেটারদের খেলায় রাখতে তিন দলের প্রেসিডেন্টস কাপ আয়োজন করছে বিসিবি। এরপর একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে দেশের ক্রিকেট বোর্ড।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি