৩য় দিনের মতো বাসদ সিলেট জেলার খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

৩য় দিনের মতো বাসদ সিলেট জেলার খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত

করোনা মহামারীতে কর্মহীন শ্রমজীবীদের মধ্যে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে টানা ৩য় দিনের মতো চাল, আলু, তেল, পিয়াজ, লবন সহ খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্ট এর মাহবুব হাওলদার, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরনকালে নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাস রোধে শুধু লকডাউনই যথেষ্ট নয়। দ্রুততম সময়ের মধ্যে রোগ নির্নয়ের জন্য ব্যাপকভাবে পরীক্ষা সম্পন্ন করা, আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা প্রদান করা। কিন্তু এক্ষেত্রে সরকারের ঘাটতি রয়েছে। নেতৃবৃন্দ- করোনা মহামারীতে শ্রমজীবী মানুষের জন্য সরকারি উদ্যোগর খাদ্য সহয়তা ও নগদ অর্থ প্রদানের আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল