৩০ করে আউট হওয়া ‘পাপ’: তামিম

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

৩০ করে আউট হওয়া ‘পাপ’: তামিম

স্পোর্টস ডেস্ক

নিঃসন্দেহে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে করোনার কারণে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলে ব্যাটে রান জমছে না তামিমের।

প্রায় ম্যাচে দেখা গেছে, শুরুটা বেশ ভালোই করছেন। চার-ছক্কা হাঁকাচ্ছেন। কিন্তু ইনিংস লম্বা না করেই সাজঘরে ফিরেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এমনটিই দেখা গেছে।

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও একই চিত্র। ফরচুন বরিশালের হয়ে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের একটিতে নটআউট ৭৭ রান রয়েছে তার। আর বাকি ইনিংসগুলো হচ্ছে– ১৫, ৩২, ৩১ ও ৩২।

নিজের এমন পারফরম্যান্সে খুশি নন তামিমও। ত্রিশের ঘরে আউট হয়ে যাওয়াটা ‘পাপ’ হিসেবে দেখছেন তামিম।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘এই টুর্নামেন্টে আমার মনে হয় ভালোই ব্যাটিং করেছি। তবে সবশেষ তিন ম্যাচে ৩০, ৩০, ৩০ করে আউট হয়ে যাওয়া আমার কাছে মনে হয় অগ্রহণযোগ্য। বিশেষ করে আমি যে দলে খেলছি, যেখানে আমার পারফরম্যান্সটা অনেক ম্যাটার করে, সেখানে আমি যদি ৩০ করে আউট হয়ে যাই, এটা মূলত অপরাধ। একে পাপ বলা চলে।’

তামিম যোগ করেন, ‘অবশ্যই ৩০ গুলো যদি আমি ৫০-৬০ এ নিয়ে যেতে পারতাম, করতাম; কিংবা এই তিন ত্রিশের একটিকেও বড় স্কোরে নিয়ে পৌঁছাতে পারতাম, তা হলে হয়তো ফল একটু অন্যরকম হতে পারত।’

প্রসঙ্গত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি পাঁচ দলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে তামিমের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। এখনও পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে জয় ধরা দিয়েছে মাত্র একবার। বাকি চারটিতে হেরে তাদের পয়েন্ট মাত্র ২। অর্থাৎ পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল