সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০
স্পোর্টস ডেস্ক
৩ দিন খেলার পরও কীভাবে ম্যাচ ড্র হয়, কোহলিকে ম্যানসিটি কোচের প্রশ্ন
ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ক্রিকেটের মাথামুণ্ডু কিছুই জানেন না।
ক্রিকেটটা একদম বোঝেনই না লিওনেল মেসির এই সাবেক শিক্ষক।
ক্রিকেটকে বিস্ময়কর একটি খেলা মনে হয় গার্দিওলার কাছে। যে কারণে এখন ক্রিকেটের নিয়মকানুন সম্পর্কে জানতে চান তিনি।
এ জন্য ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির দারস্থ হয়েছেন তিনি।
সম্প্রতি পুমার সৌজন্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভ চ্যাট সেশনে কোহলির সঙ্গে আড্ডায় এমন আগ্রহ প্রকাশ করেন এ কিংবদন্তি কোচ।
আড্ডার একপর্যায়ে স্প্যানিশ কোচ গার্দিওলা কোহলিকে বলেন, ‘তোমাদের ক্রিকেটের নিয়মকানুন অত্যন্ত জটিল। আমি কাতালোনিয়ার মানুষ। ওখানে খুব কম মানুষই ক্রিকেট বোঝে। আমিও এই খেলার মাথামুণ্ডু কিছুই বুঝি না।’
ক্রিকেটে টানা কয়েক দিন খেলার পরও ম্যাচ ড্র হয়, বিষয়টি অবাক করে গার্দিওলাকে।
বিস্ময় প্রকাশ কোহলিকে ম্যানসিটি বস প্রশ্ন করেন, ‘আমি শুনেছি তোমরা নাকি টানা তিন দিন ধরে এই খেলা খেলে যেতে পার এবং তার পরও নাকি ম্যাচ ড্র হয়। এটি কীভাবে সম্ভব? আমি এসব কিছুই বুঝি না। কোনো একদিন তোমার থেকে এ বিষয়ে জেনে নেব।’
গার্দিওলার এমন আগ্রহকে সম্মান জানিয়েছেন কোহলি। তাকে প্রতিশ্রুতি দিয়েছেন কোনো একদিন সুযোগ হলে ক্রিকেটটা বুঝিয়ে দেবেন এই কিংবদন্তি কোচকে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি