৪১ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

৪১ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ বিজিবির উদ্যোগে প্রায় ৪১ লাখ টাকার মাদক ও তামাকজাত দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। মাসিক কার্যক্রমের আওতায় এসব তামাকজাত দ্রব্যসামগ্রী ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সেক্টরে উদ্ধারকৃত ভারতীয় নাসির পাতার বিড়ি, গোপাল জর্দা ধ্বংস করা হয়। ধ্বংসকৃত দ্রব্যের বাজার মূল্য ৪১ লাখ টাকা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলতি অক্টোবর মাসে যত ধরনের তামাক ও মাদকজাত দ্রব্য আটক করা হয়েছে সেগুলো আজ ধ্বংস করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন- ৪৬ বিজিবির সহকারী পরিচালক মো. শাহজাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, নায়েব সুবেদার (সিগন্যাল) সুধন কুমার মজুমদার, হাবিলদার মো. মোশারফ হোসেন, হাবিলদার মো. শাহীন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রীমঙ্গল প্রতিনিধি