২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
সিলেটের দিনকাল ডেস্ক::
কাউন্সিলর আফতাব হোসেন খান দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর দ্বিতীয় রাউন্ডের খেলা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাতে সর্বশেষ ৮টি দলের ৪ খেলা সমাপ্তির মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের ইতি ঘটে। এরপর একদিন বিরতি দিয়ে বুধবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় রাউন্ডের ১১০টি দল থেকে বের হওয়া ৫৪টি দল নিয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শুরু হবে।
এরই মধ্যে তৃতীয় রাউন্ডের লটারি সম্পন্ন হয়েছে। তবে ২৭টি ম্যাচের জন্য ৫৪টিম নির্ধারিত হলেও ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় লটারির মাধ্যমে সরাসরি চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে তোফাজ্জল-নাজমুল একাডেমি (পশ্চিম পীর মহল্লা)। বাকি ২৭ ম্যাচের দিনক্ষণ পরে জানানো হবে। এছাড়া শেষ হওয়া দ্বিতীয় রাউন্ড থেকে বেরিয়ে আসা ৫৪টি দল নিয়ে লটারির মাধ্যমে নির্ধারিত হবে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড। তবে তৃতীয় রাউন্ডের খেলা কবে শুরু হবে তা লটারির পরে জানানো হবে।
এদিকে সোমবার (০৯ ডিসেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ ৪ চারটি খেলায় বিজয়ী হয়েছে সিলেট বাংলাদেশ ফুটবল টিম (মিয়া ফাজিল চিস্ত), রংধনু ফুটবল একাডেমি (নূরানি, বন কলাপাড়া), ফুটন্ত শাপলা (সোবহানীঘাট) ও ফাইভ স্টার (কদমতলি)।
নগরীর জালালাবাদ এলাকাস্থ মরিরের মাঠে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে সোমবারের খেলায় যথারীতি রেফারির দায়িত্ব পালন করেন- হাসান আলী বাদল এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন- সালেহ আহমদ, আব্দুল হাসিম, প্রদীপ রায় ও সালেহ আহমদ। ধারা বিবরণীতে ছিলেন- আফাজ উদ্দিন আহমেদ ও আরিফ আহমদ।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া কৃতি খেলোয়াড়দের ক্রেস্ট বিতরণ ও লটারিতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক পুলক কবির চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, টুর্নামেন্টের অর্থ সম্পাদক লল্লিক চৌধুরী, সমাজসেবক জিল্লুর রহমান, নজরুল ইসলাম দুদু, নওশেরান চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ প্রমুখ।
এর আগে গত ১৮ অক্টোবর ২২০ টি দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়ায় কাউন্সিলর আফতাব হোসেন খান দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ১১০ সিসি গ্ল্যামার মোটর সাইকেল। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ৫১ ইঞ্চি এল.ই.ডি টেলিভিশন।
দ্বিতীয় রাউন্ড সফলতার সাথে সম্পন্নের পর তৃতীয় রাউন্ডের সকল খেলা মাঠে উপস্থিত থেকে উপভোগ করতে ক্রীড়ামোদী সবার প্রতি অনুরোধ জানিয়েছেন টুর্নামেন্টের প্রবর্তক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D