৫ শতাধিক দুস্থদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুর

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

৫ শতাধিক দুস্থদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুর
নিজস্ব প্রতিবেদক
এই দূর্যোগে মানুষ পরিবার পরিজন নিয়ে শংকায় দিন পার করছেন। মানবতার কল্যাণে করোনা সংকটে হত দরিদ্র ও দুস্থদের খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন ফান্স ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশরাফুর রহমান।
(১ এপ্রিল) বুধবার দুপুর থেকে শুরু করে মঙ্গলবার বিকেল পর্যন্ত জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও মধ্যবিত্তদের পরিচয় গোপন রেখে প্রায় ৫ শতাধিক অসহায় দুস্থদের মাঝে এই খাদ্য সামগ্রী
দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে তাদের ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
কঠিন এই মুহুর্তে খাদ্য সামগ্রী পৌঁছানোর লক্ষে কয়েকদিন ধরে জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে স্থানীয় এলাকা এলাকায় গিয়ে অসহায়দের চিহ্নিত সাবেক এই ছাত্রলীগ নেতা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু,১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১টি সাবান।
এক প্রতিক্রিয়ায় মোঃ অাশরাফুর রহমান এ প্রতিবেদককে বলেন, মানুষের দুঃস্বময়ে পাশে থাকাটা দেশের একজন নাগরিক হিসেবে নিজের মানবিক দায়বদ্ধতার জন্য।এই সময়ে সমাজের বিত্তশালীদের মানবতার টানে কষ্টে দিনপাত করছে এমন মানুষকে সহযোগিতার হাত বাড়ানোর অাহবান করছি। পাশাপাশি মানুষের এই দুঃস্বময়ে অামার সামর্থ অনুযায়ী মানবদরদী কর্মসূচি অব্যাহত থাকবে।