২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি : ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেট কর্তৃক রোড ব্যারিকেড অপসারণ, ক্যাজুয়ালিটি ইভ্যাকিউয়েশন এবং মব কন্ট্রোল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার (৩১ আগষ্ট) বিকেলে দক্ষিণ সুরমার লালাবাজারস্থ
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট প্রাঙ্গণে আয়োজিত
রোড ব্যারিকেড অপসারণ, ক্যাজুয়ালিটি ইভ্যাকিউয়েশন এবং মব কন্ট্রোল প্রশিক্ষণ প্যারেডে সভাপতিত্ব করেন অত্র ইউনিটের
অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ।
প্যারেডে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা উপরোক্ত বিষয়ে প্রত্যেক পুলিশ সদস্যদের মব কন্ট্রোল প্রশিক্ষণ এর ব্যবস্হা গ্রহন করা হয়।
প্যারেড অনুষ্ঠানে অধিনায়ক সকলের উদ্দেশে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় অত্র ইউনিটের উচ্চপদস্থ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মব কন্ট্রোল (জনতার উচ্ছৃঙ্খলতা নিয়ন্ত্রণ) প্রশিক্ষণে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনসমাবেশ বা জনতার ভিড় নিয়ন্ত্রণ এবং তা নিয়ন্ত্রণে বলপ্রয়োগের সঠিক ও কার্যকর পদ্ধতি শেখানো হয়, যাতে কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করা যায়। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশকে বিশেষায়িত করা হয়, বিশেষ করে নির্বাচন বা রাজনৈতিক অস্থিরতার সময় মব নিয়ন্ত্রণে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। মব নিয়ন্ত্রণে পুলিশি বলপ্রয়োগের ক্ষেত্রে কঠোরতা ও সহনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা করে কার্যকর কৌশল শেখানো হয়।নির্বাচন বা অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ে মব নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। এ
প্রশিক্ষণের মাধ্যমে পুলিশকে আত্মবিশ্বাসী ও দক্ষ করে তোলা হয়, যাতে তারা যেকোনো পরিস্থিতিতে জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পারে।মব নিয়ন্ত্রণ প্রশিক্ষণের মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। জনতা কর্তৃক যেকোনো আইন বা নিয়ম ভঙ্গ করার আগে তা প্রতিরোধ করা এবং আইনের শাসন নিশ্চিত করা হয়। এই প্রশিক্ষণে পুলিশ বাহিনী আরও বেশি দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে, যা তাদের যেকোনো জনাকীর্ণ পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D