১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
অনলাইন ডেস্ক :
গতমাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছিল, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ৬ মাসের মধ্যে তালেবান রাজধানী শহর কাবুল দখল করবে। কিন্তু এখন তারা ভিন্ন কথা বলছে। মার্কিন গোয়েন্দা বাহিনী বলছে, মাত্র ৯০ দিনের মধ্যে বিদ্রোহী গোষ্ঠী তালেবান রাজধানী শহর কাবুল দখল করে নেবে।
আমেরিকান গোয়েন্দাদের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে তালেবান রাজধানী শহরকে বিচ্ছিন্ন করে ফেলবে। এরপর ৯০ দিনের মধ্যে তারা কাবুল দখল করবে।
নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, আফগানিস্তান জুড়ে তালেবান ব্যাপক গতিতে অগ্রসর হচ্ছে। এর মধ্যে তালেবান কবে নাগাদ রাজধানী শহর কাবুল দখল করতে পারবে তারা সেই হিসাব কষছেন।
তবে ৯০ দিনের মধ্যে তালেবান রাজধানী দখল করবে সেটি ‘একমাত্র চূড়ান্ত’ নয় জানিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, এটা আফগান নিরাপত্তা বাহিনীর ওপর নির্ভর করবে। তারা যদি তালেবান বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হয় তাহলে তালেবানের জয়যাত্রা ভিন্ন মোড় নেবে।
এদিকে, আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবানের ঝড়ের গতিতে একের পর এক এলাকা জয়ের মধ্যে দেশটির সেনাবাহিনীর শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের সেনাপ্রধানসহ কয়েকটি শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। কাবুল থেকে সাংবাদিক আলী এম লতিফ জানিয়েছেন, সেনা প্রধানের পদ থেকে জেনারেল ওয়ালী আহমাদজাইকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন সেনা প্রধান করা হয়েছে, হায়বুতুল্লাহ আলীজাইকে।
এছাড়া আফগান স্পেশাল বাহিনীর প্রধান করা হয়েছে সামী সাদাতকে। এর আগে তিনি তালেবানের কাছ থেকে হেলমান্দ প্রদেশ রক্ষা করতে নেতৃত্ব দিয়েছিলেন।
অন্যদিকে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কাস্টমস দখল করে নেওয়ার পর এই ঘটনা ঘটেছে।
অর্থমন্ত্রীর মুখপাত্র মোহাম্মদ রাফি তাবে বলেন, তালেবানের কাস্টমস দখলের পর আফগানিস্তানের শুল্ক হ্রাস পাচ্ছে। এ কারণে অর্থমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি আরও জানান, আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তা অবনতির কারণে স্ত্রীকে নিয়ে অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা বিদেশে চলে গেছেন।
SR
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D