১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২১
স্পোর্টস ডেস্ক:
ভারত অধিনায়ক বিরাট কোহলির ভক্ত দেশের গণ্ডি পেরিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানেও পৌঁছেছে। সেখানে কোহলির নারী অনুরাগীর সংখ্যা নিতান্ত কম নয়।
এসব অনুরাগীদের একজন তো বিশ্বজুড়ে ঝড় তুলেছিলেন। তার নাম রিজলা রেহান।
সুদর্শিনী এই তরুণীকে কোহলির পাকিস্তানি ফ্যানগার্ল হিসেবে চেনে বিশ্বময়।
এবার জানা গেল, কোহলির পাড়ভক্তের দীর্ঘ তালিকায় রয়েছেন পাক তারকা ক্রিকেটারের সহধর্মিণীর নামও। তিনি হচ্ছেন পাক পেসার হাসান আলির স্ত্রী শামিয়া আরজু।
দুবাইয়ের বাসিন্দা শামিয়া আরজু। পেশায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এই নারী বিরাট কোহলির অন্ধভক্ত।
পাক তারকার স্ত্রী হয়েও সম্প্রতি ইনস্টাগ্রামে শামিয়া লিখেছেন, ‘আমার সবচাইয়ে প্রিয় ক্রিকেটার হচ্ছেন বিরাট কোহলি।’
অবশ্য কোহলির ভক্ত হওয়ায় স্বাভাবিক। কারণ সপরিবারে দুবাইতে থাকলেও শামিয়া আরজু একজন ভারতীয়।
উত্তর ভারতের রাজ্য হরিয়ানার মেয়ে তিনি। দিল্লিতে তার বেশ কিছু আত্মীয় থাকেন।
সে অর্থে, শোয়েব মালিক ও সানিয়া মির্জার পর হাসান-শামিয়া জুটি এখন ক্রিকেটে পাক-ভারত মেলবন্ধন।
অবশ্য পাকিস্তানের সঙ্গে পারিবারিক বন্ধন জুড়ে আছে শামিয়ার। তার বাবা লিয়াকত আলি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। লিয়াকতের দাদা সর্দার তুফেল পাকিস্তানের সাবেক সংসদ সদস্য। দাদার মধ্যস্থতাতেই হাসান আলির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শামিয়া।
বিভিন্ন পাক গণমাধ্যমের খবর, দুবাইয়ে এক ডিনার পার্টিতে শামিয়াকে প্রথম দেখেন হাসান। সেখান থেকে বন্ধুত্ব, যা পরে প্রণয়ে রূপ নেয়।
গত বছরের ২০ আগস্ট সীমিত পরিসরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে দুজনে বিয়ের আয়োজন সারেন।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
sr
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D