জয় হোক তারুণ্যের, জয় হোক ক্লিন ইমেজের- আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহকালে ড. রফিকুল তালুকদার

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৮

জয় হোক তারুণ্যের, জয় হোক ক্লিন ইমেজের- আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহকালে ড. রফিকুল তালুকদার
স্টাফ রিপোর্টার শুক্রবার বাদ জুমা বিকাল ৩:০০ ঘটিকায় আড়ম্বরপূর্ণ পরিবেশে বাংলাদেশ অাওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় সুনামগঞ্জ-১ অাসনের জনপ্রিয় মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম তালুকদার বলেন, “আমার সৌভাগ্য যে, আজ যাদের কাছ থেকে সুনামগঞ্জ-১ আসনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনলাম, তারা সবাই আমার বিশ্ববিদ্যালয় জীবনের রাজনৈতিক সহযোদ্ধা। জয় হোক তারুণ্যের,
জয় হোক ক্লিন ইমেজের।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ;
জয়তু দেশরত্ন শেখ হাসিনা।”
এসময় দলীয় মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদী? এই প্রশ্নের জবাবে সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদ’র অাহবায়কের দায়িত্বে থাকা খ্যাতিমান গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক ড. রফিকুল তালুকদার বলেন, “মনোনয়নের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। বঙ্গবন্ধুকন্যা বিশ্বের শীর্ষ দশ নেতার মধ্যে একজন। তিনি তরুণ নেতৃত্বের বিকাশ ঘটাতে জানেন এবং ভালবাসেন। ছাত্রলীগ করে আসা বঙ্গবন্ধুর আদর্শের সত্যিকারের অনুরাগী ও অনুসারী,  মেধাবী, ক্লিন ইমেজের প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব তিনি পছন্দ করেন। আমি ঢাকা কলেজের সাউথ হোস্টেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল থেকে ছাত্রলীগ করেছি। জননেত্রীর ১৯৯৫-৯৬ আন্দোলনে রাজপথের সাথী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন প্রদান করেন ; মানুষের ভালবাসা, অপরিমেয় সহযোগিতা এবং তাদের মুক্তির ও স্থায়িত্বশীল উন্নয়নের প্রত্যাশার উপর আস্থা রেখে বলছি, সুনামগঞ্জ-১ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহ্। আর আজকের ভোটারদের একটা বৃহৎ অংশ তরুণ সমাজ। এখন প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষিত তরুণ-তরুণীরা রয়েছেন। ছেলে মেয়েরা শিক্ষিত হওয়ার কারণে তাদের বাবা মায়েরাও এখন সচেতন। সুনামগঞ্জ-১ আসন একটি অবহেলিত এলাকা। এখানকার জনগণ এখন ক্লিন ইমেজের যোগ্য প্রার্থী খুঁজছেন।”
এর অাগে শুক্রবার দুপুর ১২:১৫ ঘটিকায় ড. রফিকুল তালুকদার দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয়ে প্রবেশ করে অাওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের  সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন ; অতঃপর তিনি ধানমন্ডিতে পবিত্র জুমার নামাজ অাদায় করেন।