কুলাউড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি আর স্বাস্থ্যবিধি না মানায় ২০ হাজার ৭ শ’ টাকা জরিমানা

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

কুলাউড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি আর স্বাস্থ্যবিধি না মানায় ২০ হাজার ৭ শ’ টাকা জরিমানা

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ৪ দোকানীকে আর স্বাস্থ্যবিধি না মানায় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের াম যাচাই করা হয়। এসময় অধিক ামে পেয়াজ বিক্রির অপরাধে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়েছে।
ত্ছাড়া স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরিধান না করার কারনে ুই জনকে ৭শ’ টাকা অর্থদন্ড করে তা আায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করবো। প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।