৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
স্পোর্টস ডেস্ক
করোনা পরিস্থিতিতে আইপিএলের ১৩তম আসর বাতিল হওয়ার শঙ্কায় ছিল। তবে আরব আমিরাতে বায়ো বাবল সুরক্ষায় ইতিমধ্যে দুটি ম্যাচ হয়েছে।
আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোর (আরসিবি) ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)।
ক্রিকেটবোদ্ধাদের মতে, আজকের মতো এতো তারকাখচিত উপস্থিতি আর কোনো ম্যাচে নেই। আরসিবি ব্যাটিং মানেই বিরাট কোহালি এবং এবি ডিভিলিয়ার্সকে ঘিরে যাবতীয় প্রত্যাশা। এবার দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে ভিড়িয়েছে দলটি। নতুন মুখ দেবদত্ত পাড়িকলও নজড় কাড়বেন বলে ধারণা অনেকের। কেননা সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে শেষ মৌসুমে সর্বোচ্চ রানস্কোরার কর্নাটকের এই বাঁ-হাতি ওপেনার।
এদিকে সানরাইজার্সের ব্যাটিংয়ে শুরুতেই তাণ্ডব চালাতে পারেন অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেটের সেরা দশে উঠে আসা জনি বেয়ারস্টো রয়েছেন ওয়ার্নারের পরেই। তিন নম্বরে কিউই সুপারস্টার কেন উইলিয়ামসন।
উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে দেখা যেতে পারে। তবে বেয়ারস্টো কিপিং করলে মিডল অর্ডারে অতিরিক্ত কোন ব্যাটসম্যানকে খেলানো নেয়া হবে তা ম্যাচ শুরুর আগেই দেখা যাবে।
আজ জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা আব্দুল সামাদকে নামানো হবে কিনা সেদিকেও চেয়ে আছেন অনেকে।
বোলিংয়ে লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস হতে পারেন আরসিবি অস্ত্র। তবে হায়দরাবাদের হাতে টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার রশিদ খান রয়েছেন। আফগান লেগস্পিনারের উইকেট তোলার দক্ষতাই দলের সেরা সম্পদ। পাশাপাশি ভুবনেশ্বর কুমারের পেস আক্রমণের ওপর ভরসা করেই মাঠে নামবে সানরাইজার্স।
দুই দলের সম্ভাব্য একাদশ
আরসিবি: অ্যারন ফিঞ্চ, বিরাট কোহালি (অধিনায়ক), দেবদত্ত পাড়িকল/পার্থিব প্যাটেল, এবি ডিভিলিয়ার্স, গুরকিরাত সিং, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর/শাহবাজ আহমেদ, নবদীপ সাইনি, ডেল স্টেন, যুজবেন্দ্র চাহাল।
এসআরএইচ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে, বিরাট সিং/প্রিয়ম গর্গ/আব্দুল সামাদ, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা/খলিল আহমেদ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D