৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের ১৮ বছরের ইতিহাসে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে অনন্য নজির স্থাপন করেছেন শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তানের এই তরুণ পেসার হ্যাটট্রিকসহ শিকার করেছেন ৬ উইকেট। শুধু তাই নয়, চার বলে মিডলসেক্সের চার উইকেট শিকার করেছেন হ্যাম্পশায়ারের হয়ে খেলা এই পাকিস্তানি।
২০০৩ সালে শুরু হওয়া এ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের চলমান ১৮তম আসরে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৬ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন শাহিন আফ্রিদি। ইংল্যান্ডের এই প্রতিযোগিতায় এর আগে ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন ছয়জন বোলার।
তবে ১৮ রানে ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন নেদারল্যান্ডসের অফ স্পিনার কলিন একারম্যান। তিনি গত বছর এ রেকর্ড গড়েছিলেন।
রোববার সাউদাম্পটনের দ্য রোজ বোলে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪১ রান করে জেমস ভিন্সের নেতৃত্বাধীন হ্যাম্পশায়ার।
সহজ টার্গেট তাড়া করতে নেমে ফিলিক্স ওরামের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪ রানে দুই উইকেট হারায় মিডলসেক্স। দলীয় ৩৫ রানে অন্য ওপেনারকে ফেরান শাহিন আফ্রিদি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান নাথান সওটার আর ইংলিশ ব্যাটসম্যান মার্টিন অ্যান্ডারসনকে ফেরান স্টিভেনসন ও ম্যাসন ক্রেন।
এরপর শাহিন শাহ আফ্রিদির তুরুপের তাসে পরিণত হন মিডলসেক্সের ব্যাটসম্যানরা। ১৪তম ওভারের শেষ বলে লুকি হোলেমকে ফেরান শাহিন। ১৮তম ওভারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ বলে একে একে বোল্ড করে ফেরান জন সিম্পসন, স্টিভেন ফিন, থিলান ওয়ালাল্লোভিটা ও টিম মুরতাগকে।
শাহিন আফ্রিদির নান্দনিক পারফরম্যান্সে ভর করেই ১৪১ রানের পুঁজি নিয়ে ২০ রানের জয় পায় হ্যাম্পশায়ার।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D