২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক :
জাতীয় দলে অভিষেকের পর থেকেই একাধিক রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ভারতকে দুটি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফিসহ অসংখ্য শিরোপা উপহার দেয়া সাবেক এই সফল অধিনায়ক।
জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) একাধিক রেকর্ডের মালিক চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিতে অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ জয়ের মাইলস্টোন গড়েছেন ধোনি।
শুধু জয়ের রেকর্ড গড়াই নয়, ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে ১৯১ ম্যাচে অংশ নিয়ে ধোনি ধরেছেন ১০০টি ক্যাচ। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে আর মাত্র তিনটি ক্যাচ ধরলেই ধোনি ছাড়িয়ে যাবেন সুরেশ রায়নাকে।
তবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসিবে ধোনি ধরেছেন ৯৬টি ক্যাচ। আজ আর মাত্র ৫টি ক্যাচ ধরলেই ধোনি ছাড়িয়ে যাবেন দীনেশ কার্তিককে। তিনি আইপিএলে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১০১টি ক্যাচ ধরেছেন।
ধোনি আইপিএলে ব্যাট হাতে মেরেছেন ২৯৫টি ছক্কা। আজ আর পাঁচটি ছক্কা হাঁকালেই ৩০০-এর ক্লাবের ঢুকে যাবেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে ৩০০ ছক্কার নজির গড়েছেন রোহিত শর্মা (৩৬১) ও সুরেশ রায়না (৩১১)।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D