Social Bar

ইতালিয়ান ওপেনে হালেপের শিরোপা জয়

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

ইতালিয়ান ওপেনে হালেপের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক :

ইতালিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার শিরোপা জয় করলেন সিমোনা হালেপ।

রোমানিয়ার এই টেনিস তারকা এর আগে দুইবার ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠেও রানারআপ হয়ে সন্তুষ্ট থাকেন।

সোমবার ইতালির রোমে ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভা ইনজুরি নিয়ে সরে দাঁড়ালে মুকুট ওঠে হালেপের মাথায়। ওই সময় ৬-০ ও ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন হালেপ।

শিরোপা অর্জনের পর ২৮ বছর বয়সী হালেপ বলেছেন, শেষ পর্যন্ত আমি এটা জয় করতে পারলাম। ২০১৩ সালে এখান থেকেই আমি র‌্যাঙ্কিংয়ের উন্নতি শুরু করেছিলাম। সে কারণেই এই শিরোপার জয়ের স্বপ্ন আমি সব সময়ই দেখেছি।

প্লিসকোভা তার বাম থাইয়ে মোটা ব্যান্ডেজ নিয়েই কোর্টে নেমেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠেননি। তার প্রতি সহমর্মিতা জানিয়ে রোমানিয়ান তারকা হালেপ বলেছেন, আমি সত্যিই তার জন্য দু:খ প্রকাশ করছি, ইনজুরি নিয়ে খেলাটা মোটেই সহজ নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News