১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
দীর্ঘ ১৪ বছর পর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি আসে গত বছর যা ঘোষণার পর থেকে সিলেটে ছাত্রদল বৃহত্তর ভাবে দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। আর সেই আন্দোলন মাঠ ছাড়া ছিল প্রায় ছাত্রদলের নেতৃত্বে আসা কমিটি নেতৃবৃন্দ পুরমাঠ দখলে ছিল বিদ্রোহী ছাত্রদলের দফায়দফায় সাংবাদিক সম্মেলন মিছিল মিটিং সিলেট শহর ছিল উত্তাল। মধ্যে বিগত কয়েক দিন পূর্বে বিদ্রোহী ছাত্রদলের শীর্ষ কয়েক জন নেতাকে কেন্দ্রীয় ছাত্রদলের আর্ন্তভূক্ত করা হলে সেই আন্দোলন কিছুটা থেমে যায়। বিদ্রোহী ছাত্রদলের ত্যাগী পরিশ্রমি ছাত্রদল নেতা আব্দুর রউফ তার ফেইসবুক পোষ্টে বলেছেন যা হুবাহু তুলে ধরা হলো ‘
‘ মেয়াদবিহীন কমিটি বাতিল করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠন করার দাবিতে অতীতের ন্যায় আবারো আন্দোলন কর্মসূচি শুরু করব। সেই আন্দোলন থেকে কঠোর ও গঠনমূলক আন্দোলন করতে বিদ্রোহী ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ ও প্রিয় সহযোগী ভাই ও বন্ধুরা প্রস্তুত থাকতে অনুরোধ করছি। আমাদের প্রিয় দেশনেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষণা করেছেন এক নেতার একটি পদ থাকবে, দু’টি পদ থাকলে একটি পদ থেকে পদত্যাগ করতে হবে। আমরা সিলেট ছাএদলের নেতাকর্মী অনেকদিন অপেক্ষা করে দেখলাম সিলেট ছাএদলের মেয়াদবিহীন কমিটির সকল নেতৃবৃন্দকে কেন্দ্রীয় ছাত্রদলে পদন্নোতি করা হল। এখন সিলেট ছাএদলের মেয়াদবিহীন কমিটির নেতৃবৃন্দের দু’টি করে পদ। এখন সিলেট ছাত্রদল নেতাকর্মীদের দাবি আপনারা দেশনেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঘোষণাকে সম্মান জানিয়ে পদত্যাগ করেন। না হয় আমরা সিলেট ছাত্রদলের তৃণমূল নেতাকর্মী গঠনমূলক আন্দোলন শুরু করব। মেয়াদবিহীন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের অবৈধ কমিটি বাতিল না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D