Social Bar

‘একমাত্র জাতীয় দলেই সুযোগ পায় না স্যামসন’

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

‘একমাত্র জাতীয় দলেই সুযোগ পায় না স্যামসন’

স্পোর্টস ডেস্ক :

এবারের আইপিএলে বিস্ময়কর ইনিংস খেলে সাড়া ফেলেছেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। মাত্র ৩২ বলে ৭৪ রান করেছেন, যা দলের জয় এনে দেয়।

মঙ্গলবার শারজায় সঞ্জু স্যামসনের এমন টর্নেডোর ইনিংসের পরই প্রশ্ন উঠেছে– এমন তরুণ মারকুটে ব্যাটসম্যানের ঠাঁই ভারতের জাতীয় দলে হচ্ছে না কেন?

এই প্রশ্ন ছুড়ে ভারতের জাতীয় দলের নির্বাচকদের বিরুদ্ধে তোপ দাগালেন দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

এ নিয়ে যে কাউকে বিতর্কে আহ্বানও করেছেন তিনি।

জাতীয় দলে সঞ্জুর অন্তর্ভুক্তি না হওয়ার বিষয়ে অবাক হয়েছেন গম্ভীর।

এক টুইটে গম্ভীর লিখেছেন, দেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যানই শুধু নয়, সঞ্জু স্যামসন দেশের সেরা প্রতিশ্রুতিবান ব্যাটসম্যানও। এটিই অবাক করার যে একমাত্র জাতীয় দলে সুযোগ পায় না স্যামসন। বাকি সবাই কিন্তু ওকে দুহাত তুলে স্বাগত জানায়।

অবশ্য জাতীয় দলে সঞ্জু স্যামসনের রেকর্ড তেমন ভালো নয়। এখনও পর্যন্ত ম্যান ইন ব্লুর হয়ে ৪টি টি-টোয়েন্টি খেলে সর্বসাকল্যে ৩৫ রান করেছেন। তবে তাকে আরও সুযোগ দেয়া উচিত বলে মনে করছেন গম্ভীরসহ ভারতের অনেক ক্রিকেটপ্রেমী।

তথ্যসূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস, টুইটার

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News