Social Bar
৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসির মতো উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজকে বাগে পায়নি ক্লাব বার্সেলোনা। মেসির ওপর খাটানো চাল সুয়ারেজের ওপর ফলাতে গিয়ে তা তো সফল হয়নি উল্টো বিপদে পড়তে হয় বার্সাকে।
চুক্তির মারপ্যাঁচ দেখিয়ে মেসির মতোই সুয়ারেজের দলবদলও আটকে দিতে চেয়েছিলেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।
কিন্তু মেসির মতো আপস না করে সংবাদ সম্মেলন ডেকে বার্সা সভাপতির গোমর ফাঁস করে দেয়ার হুমকি দেন সুয়ারেজ।
তাতেই সুয়ারেজের চাওয়া মেনে নিয়ে নীরব ভূমিকায় অবতীর্ণ হলেন বার্তোমেউ।
তবে কথা ছিল– বার্সেলোনা ছেড়ে ইতালিয়ান সিরিএতে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর সতীর্থ হতে যাচ্ছেন সুয়ারেজ।
এমন খবরে নড়েচড়ে বসেন ফুটবলপ্রেমীরা। কিন্তু কয়েক দিন আগে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়।
জানা যায় ইতালিতে নয়, স্পেনেই থেকে যাচ্ছেন বার্সার সদ্য সাবেক হওয়া এ তারকা। যোগ দিচ্ছেন অ্যাথলেটিকো মাদ্রিদে।
অনেক নাটকের পর মঙ্গলবার রাতে উরুগুয়েন ফরোয়ার্ডকে অ্যাথলেটিকো মাদ্রিদে যেতে দিতে রাজি হয়েছে বার্সেলোনা।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুয়ারেজ।
বুধবার বার্সা থেকে বিদায় নেন তিনি। এক বছরের চুক্তি বাকি থাকলেও বার্সেলোনা সুয়ারেজকে ফ্রি করে দেয়। বিনা ট্রান্সফার ফিতেই বার্সা ছাড়ার সুযোগ পান তিনি।
অ্যাথলেটিকোর সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য চুক্তি করেছেন সুয়ারেজ। এই দুই বছরে ট্যাক্স বাদে অ্যাথলেটিকো থেকে তিনি বছরপ্রতি ৯ মিলিয়ন ইউরো করে পাবেন।
প্রসঙ্গত মেসির সতীর্থ হয়ে ৬টি মৌসুম বার্সায় কাটিয়েছেন সুয়ারেজ। বার্সার জার্সি গায়ে ২৮৩ ম্যাচ খেলে ১৯৮টি গোল করেছেন তিনি। ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
তথ্যসূত্র: গোল ডট কমৃ
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D