২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
স্বপন দেব ,নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার পৌরসভার ২০২০-২১ অর্থবছরের জন্য ৯৭ কোটি ১৬ লক্ষ ৩৩ হাজার ৬৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার হলরুমে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ১৬ লক্ষ ৭৪ হাজার ৬৩৮ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮৫ লক্ষ ৬৯ হাজার ৪৮৭ টাকা। উন্নয়ন খাতে ৮৮ কোটি ৪৪ লক্ষ ৭৬ হাজার ৫২১ টাকা আয় ও ব্যয় সমান ধরা হয়েছে।
বাজেট ঘোষণা শেষে পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘বিগত বছরে আমরা কুদালিছড়া খনন কাজ, প্রবীণাঙ্গন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ শেষ করতে পেরেছি। দশ কোটি টাকা ঋণ নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম। সকলের সহযোগিতায় উন্নয়ন কাজ অব্যাহত রাখতে চাই।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D