Social Bar

এবার ৪ ম্যাচ নিষিদ্ধ ডি মারিয়া

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

এবার ৪ ম্যাচ নিষিদ্ধ ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
গত ১৩ সেপ্টেম্বর লিগ ওয়ানের মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের ধকল এখনও বয়ে বেড়াচ্ছে পিএসজি। ওই ম্যাচে মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে তার মাথায় চড় মেরে লালকার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।

এরপর শাস্তি হিসাবে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। এবার আরও বড় শাস্তি পেলেন পিএসজির আরেক তারকা স্ট্রাইকার অ্যাঞ্জেল ডি মারিয়া।

৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

বুধবার ফরাসি লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, চার ম্যাচের জন্য ডি মারিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। মার্শেইয়ের বিপক্ষের ম্যাচে আলভারো গঞ্জালেসকে থুতু মেরেছেন ডি মারিয়া। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন মার্শেই কোচ আন্দ্রে ভিলাস বোয়াস।

চার ম্যাচ নিষিদ্ধ হলেও ডি মারিয়া আগামী রোববার লিগে রেঁসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন। কারণ তার নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী মঙ্গলবার থেকে। সে হিসাবে অঁজে, নিম, দিজঁ ও নঁতের বিপক্ষে চার ম্যাচে দেখা যাবে না ডি মারিয়াকে।

তথ্যসূত্র: গোল ডট কম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News