কমলগঞ্জে যুবলীগের দোয়া ও প্রতিবন্ধী-এতিমদের খাবার বিতরন

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

কমলগঞ্জে যুবলীগের দোয়া ও প্রতিবন্ধী-এতিমদের খাবার বিতরন

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ::
বঙ্গবন্ধুর কন্যা, সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল ও প্রতিবন্ধী, এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) ুপুর ২টায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।
বঙ্গবন্ধু প্রজন্মলীগ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা যুবলীগ সদস্য আবুল কালাম, আলাল আহমেদ, ইলিয়াস আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সদস্য নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ও দেশের সকল মানুষের জন্য দোয়া ও খাবার বিতরণ করা হয়।